5 taka 500 sms banglalink 30 days

5 taka 500 sms banglalink 30 days
Admin February 17, 2024 896

আসসালামু আলাইকুম। বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২৪। বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস – আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টটি হল বাংলালিংক সিমে এসএমএস কেনার কোড। বাংলাদেশের প্রায় অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে  থাকে। তাই বাংলালিংক সিমে যারা এসএমএস ক্রয় করতে চান। তাদের জন্য মূলত এই পোস্টটি করা  হল।  আমরা অনেকে আছি কিভাবে এসএমএস করাই করতে হয় এটা কিন্তু জানিনা। তাই তাদের সুবিধার্থে এসএমএস এর কিছু কোড দেয়া হলো।

বাংলালিংক এসএমএস কেনার কোড

বাংলালিংক সিমে এক্টিভেশন কোড ছাড়াও এসএমএস ক্রয় করা যায়, যেমন মাই বাংলালিংক অ্যাপ দিয়ে সেখান থেকেও অনেক ধরনের এসএমএস প্যাক ক্রয় করতে পারেন। আপনার এন্ড্রয়েড ফোনে মাই বাংলালিংক এপ্স ব্যবহার করে ডাটা কানেকশন দিয়ে্‌, মাই বাংলালিংক এপ্স এর ভিতরে প্রবেশ করুন। তারপর অনেকগুলো ডাটা এবং মিনিট ও এসএমএস দেখতে পারবেন। সেখান থেকে আপনার পছন্দের মত কিনে নিন।

এসএমএসটাকাঅ্যাক্টিভ কোডমেয়াদ
৩০ এসএমএস৩ টাকা*১৬৬*৩৩০# ৩ দিন
৭০ এসএমএস৭ টাকা*১৬৬*৭৭০#৭ দিন
১০০ এসএমএস৩.৯৯ টাকা*২২২*৮#১ দিন
২০০ এসএমএস১৫ টাকা*১৬৬*১৫#১৫ দিন
৫০০ এসএমএস৩০ টাকা*১৬৬*৩০৫#৩০ দিন


বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস

বাংলালিংক সিমে ৫ টাকায় ৫০০ এসএমএস এই  ওফারটি  সকল গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার ।  কিন্তু  এই অফারটি বর্তমানে সকল গ্রাহকের জন্য প্রযোজ্য নয়।  আপনারা এই অফারটি চেক করে নিতে পারেন আপনি পাবেন নাকি ?

  • বাংলালিংক এ ৫ টাকায় ৫০০ এসএমএস নিতে ডায়াল করুন *132*1#।
  • ৫০০ এসএমএস প্যাকের মেয়াদ হবে মাত্র  ৭ দিন।
  • ৫ টাকার সাথে চার্জ+ভ্যাট কাটা হবে।

এই অফার টির বালেন্স চেক করতে ,ডায়াল করুন *১২১*১# । *১৩২*১# ডায়াল করলে যুদি you are eligible for this offer তাহলে আপনি অফারটি উপভোগ করতে পারবেন । আর যুদি you are not eligible for this offer লেখাটি আসে তাহলে আপনার জন্ন্য প্রযোজ্য ন্য়।

বাংলালিংক ফ্রি এসএমএস কোড

বাংলালিংক ফ্রি এসএমএস কোড 166*333#। সবসময় এই অফার সব সময় দেয় না। অনেকের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। তবে এই কোড টি ডায়াল করে দেখতে পারেন। এই ফ্রি এসএমএস প্যাক যদি পান তাহলে আপনি ভাগ্যবান। তবে অনেকেই এই বাংলালিংক ফ্রি এসএমএস পেয়ে থাকেন।

বাংলালিংক এসএমএস চেক কোড

বাংলালিংক সিমে কত এসএমএস আছে জানার জন্য *১২১*১০০# কোডটি ডায়াল করতে হবে। আপনার সিমে কোনো এসএমএস প্যাকেজ ক্রয় করা থাকলে আপনি উক্ত প্যাকেজের কত এসএমএস বাকী আছে তা জানতে পারবেন। যেকোনো বাংলালিংক সিম থেকে এই কোডটি ডায়াল করে এসএমএস কতটি আছে তা চেক করতে পারবেন।

এছাড়াও, আপনি চাইলে মাই বাংলালিংক অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইন্সটল করে তা দিয়ে আপনার বাংলালিংক সিমের এসএমএস প্যাকেজ চেক করতে পারবেন। মাই বাংলালিংক অ্যাপ দিয়ে এসএমএস অফার ক্রয় করা, চেক করা, ব্যালেন্স চেক করা, ইন্টারনেট ব্যালেন্স চেক করা, ইন্টারনেট অফার এবং মিনিট অফার ক্রয় করা যাবে।

শেষ কথা

আশাকরি আর্টকেলটি শুরু থেকে শেষ  পর্যন্ত পড়েছেন এবং জানতে পেরেছেন বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস কিভাবে কিনতে হয়। ৫০০ এসএমএস অফার সব সময় থাকে না। আবার অনেক সময় বন্ধ সিমের গ্রাহকদের দিয়ে থাকে। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। এই অফারের জন্য আপনি এলিজিবল কি না। যদি এই অফারটি আপনার জন্য না হয় তাহলে ৫ টাকায় ৩০ টি এসএমএস কিনতে পারবেন। যার মেয়াদ পাবেন ৩০ দিন।