More Quotes
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন! আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি….. ___আই মিসস ইউ
আজ হারিয়েছি,কাল খুঁজবো আজ পাইনি,কাল পাবো আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো
আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না।
ভুলে গেলে যেতে পারো,বাঁধা দিবো না ..জোর করে কিছু,পাওয়া যায় না ..মন থেকে miss করি, মুখ থেকে নয় !জীবনের শেষ মুহূর্তে,যেন একবার দেখা হয়
কেমন আছ জানতে চাই,, মোখের কথাও শুনতে চাই। আমি আচি খুব ভাল,, তুমি কেমন? তাই বল….I miss you
যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না।কিন্ত এই ভেবে সান্ত্বনা পাই যে,দুজনে এক আকাশের নিচেই তো আছি
তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss U
রাতের বুকে চাঁদের আলো,আমি তো নেই ভাল।তুমি আমার কত আপন,তোমার জন্য কাঁদে এ মন।তাই জানতে চাই আছো কেমন
মানুষ জীবনে দুইবার বদলায়:প্রথমবার : যখন সে প্রেমে পড়ে দ্বিতীয়বার : যখন সে তার মনের মানুষকে হারায়
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন। আমার হৃদয় জুড়ে,হৃদয় জুড়ে অস্থিরতা