More Quotes
ছন্নছাড়া কাশফুল গুলো তোমাকে ছুঁয়ে যাক, শরৎচন্দ্রের শব্দের চয়নে!
পুচ্ছ তোলা পাখির মতো কাশবনে এক কন্যে, তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে
প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়।
কাশফুল কে ভালবেসে ভরাও আমার মন_ আমার মত ভাল বাসবে তোমায় আর কোন জন?
কাশফুল এর সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই কোন অজানায়!! হারিয়ে যাই কোন এক কাশফুল বাগানে!!!!! মুগ্ধ হয়ে যাই কাশফুল বাগানের দৃশ্যে!
প্রতিটি ফুল যদি কাশফুল হতে চায়!!!! তবে শরৎ তার সৌন্দর্য হারাবে।
কাশফুল হলো পৃথিবীর গহনা_ সে গহনা কে পরিধান করেই এই পৃথিবী এত সুন্দর।
কাশফুলের শিরায় শিরায় লেখা আছে তোমার আর আমার প্রেম গাঁথা!
কাশফুল ! ও কাশফুল! কোথায় যাও তুমি?_ তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে আমার এই জন্মভূমি ।