#Quote
More Quotes
নিরাশ হইয়ো না, হইলে হকের উপর থাকিতে পারিবে না৷
সন্ধ্যার স্নিগ্ধতা আমাদের মনে আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান করে। আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমাদের দিন ও রাত উভয়ই বরকতময় হয়।
যে কেউ আল্লাহর পথে হিজরত করে, মৃত্যুবরণ করলেও আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। — সূরা আন-নিসা, ৪:১০০
যে ব্যক্তি উত্তম স্ত্রী পায়, সে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত লাভ করে।
কেউ পছন্দ না করলে কি আসে যায় আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন।
আলহামদুলিল্লাহ! প্রিয় বেটা, জন্মদিনে আল্লাহ তোমার জীবনকে আরও সুন্দর ও সফল করুন। আমিন।
শবে বরাত” – আলোর রাত, আল্লাহর নূর আপনার জীবনকে আলোকিত করুক।
জন্মদিন মানেই একটা বছর কমে যাওয়া নিয়ার জীবন ফুরিয়ে যাচ্ছে ধীরে ধীরে হে আল্লাহ যা সময় আছে তাকে বরকতময় করে দাও আমার ভুলগুলো ক্ষমা করে দাও।
আসুন আমরা এই মাসে সকল পাপাচার থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
আজকের রাতটুকু কাজে লাগাও জীবনে কত ভুল করেছি, কতবার আল্লাহর কথা ভুলে গেছি, আজকের রাতই সেই সুযোগ যেখানে সব ভুল শুধরে নিতে পারি। আল্লাহ দয়ালু, তিনি ক্ষমা করবেন!