#Quote
More Quotes
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
দু’জন মুসলমান যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাদের প্রতি দয়া ও বরকত নাযিল করেন।
অসুস্থতা শুধু কষ্ট নয়, এটি গুনাহ মাফেরও একটি উপায়। আল্লাহর ওপর ভরসা রাখো, সবকিছুই তাঁর রহমতের অংশ।
এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা, মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয়না।
আজ থেকে তুমি কারো অভিভাবক ইসলামী আদর্শে ঘর গড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ো। এই দোয়াই করি সারাজীবন।
আল্লাহর রহমতে ভরে উঠুক আপনার জীবন। প্রিয়জনদের সাথে আনন্দে কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত। ঈদ মোবারক।
আল্লাহ আমার উপর মেহরবান হোক, তুমি একটি মেহরবান আল্লাহ।
আজকের দিনে তোমাদের জন্য দোয়া করি তোমাদের ভালবাসা যেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়। সৎ পথে হালাল রিজিক আর শান্তিময় ঘর হোক তোমাদের জন্য।
যে ব্যক্তি তিন কন্যা সন্তান বালিগ হওয়া পর্যন্ত লালন-পালন করে, সে জান্নাতে প্রবেশ করবে।(সুনানে তিরমিযি)
কন্যা সন্তানের হাসিতে আল্লাহর রহমতের ছোঁয়া আছে তাদের যত্ন নাও আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন!!