#Quote
More Quotes
রিজিকের জন্য পরিশ্রম করো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন।
আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন - অবশ্যই মুমিনরা সফল হয়েছে, যারা নিজদের সালাতে বিনয়াবনত। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়।
আল্লাহর দিকে মন দাও, দুনিয়া আপনার দিকে আসবে।
দেশ ছেড়ে গেলেও, মনে থাকে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশপ্রেমের গান।
বিশ্বাস রাখো আল্লাহর উপর একদিন তোমার সব চাওয়া গুলো পূরণতা পাবে ইনশাল্লাহ I
পৃথিবিটা!!আল্লাহর!!রহমতে!!ঘেরা হলো❤✿᭄ ✿᭄ কিন্তু!!আফসোস ✿᭄ দুনিয়ার!!মানুষগুলো!সবাই!অহঙ্কারে!!সেরা
সূরা আতার্বা, আয়াত ২৮: আজকে মনে করে না যে, আল্লাহ তোমাদের বিপদে ফেলেননি। তোমরা যা কিছু করো, তা কেবল নিজের জন্যই। আল্লাহ সব কিছু জানেন এবং তোমরা যা করো তার হিসাব নেবেন।
তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সত্যবাদিতার সঙ্গে কাজ করে, এবং উত্তম চরিত্রের অধিকারী হয়, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার — সূরা আলে ইমরান: ১৩৪
ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপালে আল্লাহকে সেজদাহ করে।
আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ইবনে সিনা