More Quotes
ভাই এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন? কিসের এতো তাড়া ছিলো আপনার? আপনাকে ছাড়া আমরা কেউই ভালো নেই, মহান আল্লাহ যেন আমার ভাইয়র জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । - হযরত আলী (রাঃ)
তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়।—হযরত আলী (রাঃ)
যে ব্যক্তি তিন কন্যা সন্তান বালিগ হওয়া পর্যন্ত লালন-পালন করে, সে জান্নাতে প্রবেশ করবে।(সুনানে তিরমিযি)
যেকোন বিষয়ে মায়েদেরকে দুইবার ভাবতে হয়: একবার তার সন্তানের জন্য, আরেকবার তার নিজের জন্য।
জীবনকে রাঙ্গিয়ে দিন ইসলাম দিয়ে, আল্লাহ্ পরকাল রাঙ্গিয়ে দিবেন জান্নাত দিয়ে।
তোমার কষ্টগুলো তোমার জন্য জান্নাতের পথ সহজ করছে।
লক্ষ যদি হয় দুনিয়া, তাহলে সব হারাবেন । আর লক্ষ যদি হয় জান্নাত, তাহলে সফল হবেন ।
দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত।
সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাতের পুরস্কার।