#Quote

এই মাস আত্মশুদ্ধির মাস, তাই রমজান মাসে বেশি বেশি ইবাদত করা উচিত।

Facebook
Twitter
More Quotes
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
রোজা মানুষকে আখেরাত মুখী করে-আল হাদিস।
দান সাদকা করলে অন্যান্য মাসের তুলনায় এই মাসে অনেক বেশী সওয়াব পাওয়া যায়।
মানুষের পক্ষে আর যাই হোক না কেন কাউকে পুরোপুরি ভুলে থাকা সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর বা কয়েক যুগ তারপর আবার হুট করে তাকে মনে পড়বেই।
মন খুলে রমজান মাসের পবিত্র রোজায় থাকা আনন্দের চিত্র
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় - আল হাদিস
রমজানের অন্যতম বরকতময় ইবাদত হচ্ছে তারাবী। তাই সকলে তারাবীর নামাজ আদায় করুন।
আলহামদুলিল্লাহ! রমজান মাসেই আমরা সবাই রোজা রাখবো
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। - কাজী নজরুল ইসলাম
আমরা বুঝেছি যারা বহু দিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে: দেহে তার বিকাল বেলার ধুসরতা: চোখের — দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির; পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর - জীবনানন্দ দাশ