#Quote

এই বসন্তে গন্ধেরা উড়ে আসেমাটির কাছাকাছি,টগর পলাশ আর বেলির বনেঘুরে বেড়ায় পাখির কুহু ডাক।

Facebook
Twitter
More Quotes
গন্ধেমাখা মিষ্টি চিঠি টাতে, ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি ? সেইটুকুতে শুকনো মরা ডালে, ফুল ফুটিয়ে দিলো দুরন্ত মৌসুমী
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ।
বসন্ত যদি পলাশ খোঁজে খুঁজুক তুমি শুধু খুঁজো আমায়।
কাব্য রচনার শব্দ ঠিক মাটিতে বৃষ্টি বিন্দু করার মত, আর কলমের কালির গন্ধ হলো বৃষ্টির পর মাটির সুবাসের মত
পাঞ্জাবির সুতোতে গন্ধ খুঁজে পাই বাঙালির, রংতুলি দিয়ে রাঙাচ্ছি কিছু সময়ের স্মৃতিকে; প্রকৃতির সবুজ ঝর্ণায় দেখা না মিললে খুঁজো, আমায় কোনো এক অচেনা উপন্যাসের ইতিতে।
মায়ার একটা গন্ধ আছে, যেটা তোর কাছেই পাই।
আজ আমি বড় একা যখন ছিলে তুমি আমার কাছে ভাবতাম না কি আমার আছে না আছে তোমার ওই আঁখি দুটি সাথী করে বৈশাখে পেতাম বসন্তের দেখা ।
মানুষের শরীরে মাটির গন্ধ পাওয়া যায় না ঠিকই, কিন্তু মাটিতে শরীরের গন্ধ পাওয়া যায়। ‌
বাতাসে গন্ধ থাকে, যদি মনটা খোলা রাখো।
ঋতুরাজ বসন্ত এসেছে আবার তোমাকে আমি পেয়েছিলাম এমনি কোন এক বসন্তে।