#Quote
More Quotes
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।
মনে শান্তি নেই ? মসজিদে গিয়ে অল্পকিছুক্ষন গভীর ভাবে আল্লাহ্কে স্মরণ করুন ।
দিনের শুরুর সেরা নিয়ামত ভোরের নামাজ। যা শুধু সৌভাগ্যবানদের জন্যই বরাদ্দ
হে আল্লাহ! আমাদের সব রোজা, নামাজ, দোয়া ও দান কবুল করুন। আমিন।
ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্রচিত্তে ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ রেখে নামাজ পড়ে সেই মুমিন। - আল হাদিস
যার কাছে কেউ কোন কিছু চেয়ে খালি হাতে ফেরেন নি, তিনি হলেন পরমকরুনাময় সর্ব শক্তিমান আল্লাহ্।
জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোমাকে জান্নাতের পথে পরিচালিত করেন। আমিন।
তওবা করতে লজ্জিত হয়ো না। -মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহ্’র ক্ষমা অনেক বড়।
আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। শুভ জন্মদিন প্রিয়।
যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে, সে জান্নাতবাসিনী হবেন।-আল হাদিস