More Quotes
প্রতিদিন নিজেকে হারানোর মতো কষ্ট আর নেই।
সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যায় আমাদের সব কষ্ট।
প্রিয়ো তোমার “༊❝এঁকঁ!”༊❝লাঁইঁনেঁরঁ!”༊ ❝এঁকঁটাঁ!”༊❝মেঁসেঁজঁ😊🍂❖༊─┼✿ ❥┼─༊♡আঁমাঁরঁ! জীবনের”༊❝হাঁজাঁরঁটাঁ!”༊❝কঁষ্টঁ!”༊❝!” ༊❝ভুঁলিঁয়েঁ!”༊❝দেওয়ার ༊❝জন্য ༊❝যথেষ্ট!”༊❝পাঁরেঁ|
আসবে আবার শীতের রাতি আসবে না'ক আর সে তোমার সুখে পড়ত বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে না'ক আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যে দিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ য়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে
কষ্টে ভাঙা ছেলেটাই সবচেয়ে বেশি হাসে — কারণ ওর কান্না কেউ দেখতে চায় না।
এই দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশী কষ্ট পায় ।
সেই মানুষটা যখন পাওয়া হয় না, অনুভূতি গুলো তখন পরিণত হয় চাপা কষ্টের আর্তনাতে
বিদায় মানেই কষ্ট নয়, কিছু কিছু সময় বিদায় মানে ভালো কিছু আসার সুযোগ ।
যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি বার পাথর ছুড়ে মারা হয়।
নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না। - টার্মস টমাস