#Quote

এগিয়ে যায় সময়, আবছা হয় পরিচিত মুখ তবু পিছু ডাকে মন খারাপের বিকেল গুলো, মনের গহীনে গভীর অসুখ।

Facebook
Twitter
More Quotes
ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পরেছি। চন্দ্রকিরন রাতে মোর চিেওর গহীনে তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি। অবিনাশী কাল নিঃশঙ্ক চিেও তোমায় পাবার আশায় প্রহর গুনছি। ও নীলকন্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেএনীর।অন্তর্জ্বালা যাবে মুছে হিমান্তের নিশিতে।অতঃপর মোর জীবন নতুন ময়ূখ দেখবে। কলকন্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে।
রংধনু বিকেল আজ তোর নামে লিখে দিলাম ভালোবাসা!! কি সব তোর কাছে শিখে নিলাম।
আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো! আজ এলো কোন অজানা বিকেল! গান দিলো গোধূলি এক মুঠো।
বিকেলের গভীর নীল আকাশ হৃদয়ের গভীরতা, এবং আত্মার উজ্জ্বলতার কথা মনে করিয়ে দেয়।
বিকেলের শেষ আলো একটু থাকো, গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো. রাত জেনো ছুটি নেই তোমার আলো, তাই বাসি ভালো, সোনার আলো
সবসময় সকাল নয়, জীবনে কখনো পড়ন্ত বিকেলও দরকার হয় শান্তির জন্য।
তোমার কি একটা বিকেল হবে, আমায় একটা বিকেল দেবে।
মনে পড়ে যায় সেই বিকেল; তুমি একা জানালা।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো! রেখো না আর, বেঁধো না আর, কূলের কাছাকাছি।
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়।