#Quote

নিজে যদি কবি নাই হতে পারেন; তবে কবিতা হয়ে উঠুন।

Facebook
Twitter
More Quotes
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তু তা কখনো-ই পাই না।তুমি আমার সেই রাজকন্যা যাকে সপ্নে দেখেছি কখনো পাইনি খুঁজে।
হাজারো মানুষের ভিড়েও একাকী মনে হতে পারে, যদি না থাকে কাছের সেই একজন।
যদি কারো কাছে প্রিয় বা আকর্ষণীয় হতে চাও তাহলে নিজের মুখের ঠোঁটের কোনায় মুচকি হাসি দিয়ে ভরে রাখো।
কাশফুলের শুভ্রতা নিয়েই,, তুমি কবিতা হয়ে যাও! একফালি মেঘের মতো।
কঠিন শব্দ দিয়ে কবিতা লেখা সহজ । সহজ শব্দ দিয়ে কবিতা লেখা কঠিন।
কথা ছিলো, চিল-ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাবো। একদিন বট বিরিক্ষির ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা, তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায়- একদিন সুবিনয় এসে জড়িয়ে ধ’রে বোলবে: উদ্ধার পেয়েছি।
দেশলাইয়ের কাঠি যেমন আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায়। রাগও তেমনি আগে তোমার ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
আমি আমার নিজের কাছে সুন্দর কে কী, বলছে আমার তাতে কিছু যায় আসে না।
কবিতা তো অবিকল মানুষের মতো চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।