#Quote

বিকেলের সোনাঝরা রোদ্দুরে দেখেছিলেম তোমায়। কী অপূর্ব চাহনি! কাজল কালো দুই চোখ। আহা! স্বর্গ থেকে নেমে আসা এক পরীর মতন যেন।

Facebook
Twitter
More Quotes
কাজল কালো ওই সুন্দর দু’টি চোখে তোমায় বড্ড লাগে ভালো।
মনে পড়ে কি তোমার একদিন সমুদ্র তীরে পড়ন্ত বিকেলবেলায় হাতে -হাত রেখে বলেছিলে, ‘তুমি আমার, আর আমি শুধু তোমারি হয়ে থাকবো চিরকাল।’ ভুলে কি গেছো সে কথা?
বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।
বিকেলের সূর্যাস্ত দিনের শেষে এক মনোরম দৃশ্য।
বিকেলের সেই স্বর্ণালি মুহূর্ত মনে থাকবে আমার। চিরদিন তারে আমি আগলে রাখবো, ভুলবোনা আমি কোনো দিন ।
বিকেলের প্রত্যেকটি মুহূর্তে যেন স্বর্ণালী। তাই সারাক্ষণ তোমাকেই চাই কেবলি।
পাকা চুলেও হয় যে খোপা; বেনির গাথুনি- পাঞ্জাবিতেও লুকনো যায় গাজরা, ফুলের রানী। ঘামের বিন্দু মুছে আজও বিবর্ণ আচল, শখ করে আনাও যায় আলতা আর কাজল।
কাজল চোখে মাঞ্জা দিলে আর বুকের ভেতর ছুরি, তোমার ঠোঁটেই কাটলো শেষে। এই বালকের ঘুড়ি।
বিকেলের আকাশ আমাকে স্বপ্ন দেখতে শেখায়।
তোর কাজলের কালো রঙে দেখেছিলাম আমার রূপ! সাদা কালো প্রেমে ছেয়ে যাবে চারিদিক অক্ষত আমাদের প্রেমের ধূপ।