#Quote

বাঙালি হাফ ইনসুলার। নিজের ঘর নিয়ে আগ্রহ নেই। পরের ঘর নিয়ে তার মনীষা টলমল করে। মরাঠি মলয়ালম হিন্দি মণিপুরী নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু ফরাসি জার্মান স্প্যানিশ নিয়ে তার জ্ঞানচর্চা গগনবিহারী। তার উদ্দীপনা দেখে মনে হয় কালিদাস না থাকলেও চলত, কিন্তু শেক্সপিয়র না থাকলে তাকে মুঠো মুঠো স্যারিডন খেতে হতো। বাঙালি পাঠক, বাঙালি সারস্বত সমাজ যত না ভারতবর্ষে থাকে, তার চেয়ে অনেক বেশি প্যারিসে থাকে, লন্ডনে থাকে, বার্লিনে থাকে।

Facebook
Twitter