#Quote

মায়ার আর এক নাম স্বাদ। তুমি বাঁধা আছ ওই মায়ার বাঁধনে। সে স্বাদ মাটিতে, জলে, গাছে, মানুষে।

Facebook
Twitter
More Quotes by Samaresh Basu
ভালােবাসলে তাে যাকে ভালােবাসা যায় তাকে ছাড়া কারাের কথা মনে আসে না। ভালােবাসা বলতে তাে তাই বােঝায়
মায়ার আর এক নাম স্বাদ। তুমি বাঁধা আছ ওই মায়ার বাঁধনে। সে স্বাদ মাটিতে, জলে, গাছে, মানুষে
ভালােবাসলে তাে যাকে ভালােবাসা যায় তাকে ছাড়া কারাের কথা মনে আসে না। ভালােবাসা বলতে তাে তাই বােঝায়।
সংসারে একটা ওজন বলে বস্তু আছে। স্বামী-স্ত্রীর মধ্যেও একটা ওজন আছে। শরীরের নয়, মনের ওজন। সংসারের পাল্লা-বাটখারায় তার ওজন হয় প্রতিদিনের ঘর করার মধ্যে। ওখানে কোনাে কারচুপি চলে না। পাল্লা সমান না হােক, যে কোনদিনই ঝোঁকটা বেমানান রকম বেশি হলে ঘরে অশান্তি হয়। এটাই নিয়ম।
যিনি জীবনকে ভালবাসেন তিনি সংগীতকে ভালো না বেসে পারেন।
জীবন আমাদের ইচ্ছাধীন নয়
জীবন আমাদের ইচ্ছাধীন নয়।