অন্যকে উপদেশ দিতে পাণ্ডিত্যের কমতি কারও নাই৷ স্বয়ং আচরি ধর্ম শিক্ষা দেন শুধু মহাত্মাই । - চাণক্য পণ্ডিত
ফলে পঠন-পাঠনের আলোকেই তিনি মননশীল প্রবন্ধ রচনা করেছেন। তাঁর রচনার অকাট্য যুক্তি থেকেই বোঝা যায় কী অসামান্য পাণ্ডিত্য ছিল তাঁর।