More Quotes by Lalon
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। - লালন
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
সাঁই আমার অটল পদার্থ নাইরে তাঁর জরাত। - লালন
যদি জরামৃত হয়, তবে অটল পদ না কয় ফকির লালন বলে তা কয়জন বোঝে। - লালন
আব, আতশ, খাক, বাত কিসে গড়ে বলো গুরু সত্য করে, হাওয়া পবন এলো কোন কারে পানির জন্ম হয় কিসে। - লালন
গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না। - লালন
পাতিয়ে সে ফাঁদের চোয়া বেহাত বেটা দিচ্ছে খেয়া লোভের চার খাটায়ে। - লালন
ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা - লালন
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া দেওয়া। - লালন
আমার জনম গেলো তোমার আশে তুমি দাও হে দেখা অন্তিমে এসে - লালন