#Quote
More Quotes by Mahadev Saha
আমি কোনো মুখের সৌন্দর্যে প্রেমে পড়ি না, আমি হৃদয়ের গভীরে যে কোমলতা, সেটাতেই মোহিত হই।
এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
আমার কবিতা যেন শুধু পঙক্তি না হয়, যেন সেটা কারো একাকীত্বে আশ্রয় হয়ে দাঁড়ায়।
তুমি মুখ তুলে তাকাওনি বলে রৌদ্রদগ্ধ হয়ে গেছে হৃদয়ের ঘন বনাঞ্চল বর্ষণ-অভাবে সেখানে দিয়েছে দেখা ব্যধি ও মড়ক, একমাত্র তুমি মুখ তুলে তাকাওনি বলে এই গ্লানি এই পরাজয়
ভালোবাসা কখনো দাবি করে না, ভালোবাসা শুধু নিঃশব্দে দিয়ে যায়, প্রতিদানে কিছু চায় না।
যারা সত্যিকারের ভালোবাসে, তারা জেতার জন্য ভালোবাসে না, তারা হারিয়ে যাওয়ার মাঝেই আনন্দ খুঁজে নেয়।
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই - এই কি আমার অপরাধ !
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি ; তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি, আমার কিছুই আর করার থাকে না। তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই,,তুমি দুহাতে জাগাও,, এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই,দুই হাত দূরে যাই,যেখানেই যেতে চাই,সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,, তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব!!
আমি বারবার প্রেমে পড়েছি, কারণ প্রেম আমাকে বারবার মানুষ করেছে, নরম করেছে হৃদয়।