#Quote
More Quotes
রমজান মানেই আত্মশুদ্ধি, নামাজ, কুরআন ও ভালো কাজের প্রতিযোগিতা ।
এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এড়াতে রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগে মহান রবের কাছে চাইতে হবে।
লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। (সুরা কদর: ৩)
তোমরা শবে কদরকে রমজানের শেষ দশ রাতের বিজোড় রাতে তালাশ করো। (বুখারি, মুসলিম)
দিনের শুরুর সেরা নিয়ামত ভোরের নামাজ। যা শুধু সৌভাগ্যবানদের জন্যই বরাদ্দ
যেইখানে বন আদিম রাত্রির ঘ্রান বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান!- তুমি সেইখানে!
মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই।
পূর্ণ এক বছর পরে আমাদের সামনে উপস্থিত হওয়ায় লাইলাতুল কদর শবে কদর। এটি মানবজাতির জন্য মঙ্গল কামনার জন্য সুবর্ণ একটি রাত্রি।
হে আল্লাহ! আমাদের সব রোজা, নামাজ, দোয়া ও দান কবুল করুন। আমিন।
হে রব তুমিতো ক্ষমাশীল শবে কদরের রাত্রি তে তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও।