#Quote
More Quotes
রমজান শুধু রোজা রাখার জন্য ই নয়, এটি মন, বাক্য ও কর্মের পবিত্রতা লাভের মাস।
রোজা বা সিয়াম হচ্ছে ইসলামের ৫ টি ফরজের মধ্যে ৩ নম্বর ফরজ।
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
নিশ্চয়ই সফলতা লাভ করবে সে, যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে- অতঃপর নামায আদায় করে। - সূরা আ-লা (14-15)
মানুষের জীবনের জন্ম তারিখ হয়ে থাকে মৃত্যুর জন্য এই দিনে তোমাকে স্মরণ করতে চাই হে দাদা।
যদি রাখো রোজা, মন হবে তাজা। যদি পড় নামাজ, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।
রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় - আল হাদিস
আল্লাহ যাকে চায়, তাকে অগণিত রিজিক দেন। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট করেন। -সূরা আন-নুর, আয়াত ৩৮।
রোগ আমাদেরকে আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতার শিক্ষা দেয়।
আমাদের অন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদী হাত সব সময় তোমাদের মাথার উপর থাকবে। চিন্তা করো না। পিছনে ফিরে তাকিওনা। বৈবাহিক জীবনের সূত্রপাতের এই শুভ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে তোমরা সামনে এগিয়ে চলো।