#Quote
More Quotes
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
এলো মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের মাস। যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।
রোজার ত্যাগে, মন ঝকঝকে, নতুন করে জীবন শুরু করি সকলকে জানাই রমজানের শুভেচ্ছা।
নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
এসে গেল রোজা….হালকা করবো মোদের গোনাহের বোঝা… মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ…. এসো বন্ধু নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি
হে আল্লাহ! আমাদের সব রোজা, নামাজ, দোয়া ও দান কবুল করুন। আমিন।
ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়। – আল হাদিস
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্র দয়ার চেয়ে বড় নয়। তিনি মাফ করে দিবেন।
শবে বরাত হলো একটি বিশেষ রাত, যখন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উপর অশেষ রহমত বর্ষণ করেন। আসুন আমরা এই রাতের পূর্ণ সুযোগ গ্রহণ করি।