#Quote
More Quotes
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।- কাজী নজরুল ইসলাম
রঙ লেগেছে মনে মধুর এই খনে তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে, ঈদ মোবারাক।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক তোমার জীবনের প্রতিটি প্রান্তে। ঈদ মোবারক।
রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন। — আল হাদিস
যার চোখে ছিল স্বপ্নের দীপ্তি, আজ সে চিরনিদ্রায় শায়িত। হে রব, তার সকল গুনাহ মাফ করে তুমি তাকে জান্নাতের আলোয় ভরিয়ে দাও।
মানুষ মনে প্রানে যা চায়, আল্লাহ্ তাকে তাই দেন।
ঈদ মোবারক! ঈদের এই দিনে আল্লাহ আমাদের জীবনকে আরো সুন্দর ও সুখময় করুন।
পুরনো কাপড় দিয়ে ঈদ করা লজ্জার বিষয় নয়! রোজা না রেখে ঈদ পালন করা লজ্জার বিষয়।
যখন বান্দার জ্বর হয়, তখন গুনাহ গুলো ঝড়ে পড়তে থাকে হযরত মুহাম্মদ(সাঃ)
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিন এবং তাদের জন্য আল্লাহর নিকট মাগফিরাতের দোয়া করুন। ঈদ মোবারক।