#Quote
More Quotes
আল্লাহ তোমার জন্য বরকতময় জীবন দান করুন এবং প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষণ করুন। শুভ জন্মদিন!
আল্লাহ আপনার জন্য বরকত দান করুক, আপনার ওপর বরকত নাযিল করুক এবং কল্যাণের সাথে আপনাদের উভয়কে একত্রিত করুক শুভ বিবাহ।
যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা করো না।- সূরা আন-নিসা, আয়াত: ৩২
আল্লাহর আনুগত্য করা ছাড়া অন্য কোন মাধ্যমে আল্লাহর সাথে একজন ব্যক্তির কোন সম্পর্ক থাকে না।
আল্লাহ তাআলার সৃষ্ট জীবদের প্রতি ও আপন সন্তানদের প্রতি যার মমতা নাই, তার প্রতিও আল্লাহ তাআলার মমতা হবে না। - আল হাদিস
সত্য চাপা পড়লেও মিথ্যা টিকে না—আল্লাহর সাহায্য সত্যের পক্ষে থাকে।
এই বিশেষ দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি তোমার জন্য জান্নাতের পথ সুগম করেন এবং তোমাকে জীবনে সত্যিকার সফলতায় পৌঁছাতে সাহায্য করেন। জন্মদিন মোবারক!
যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না।
যার আল্লাহ আছে, তার সব কিছু আছে।
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)