#Quote

ও প্রেয়সী বোঝ নাকি কিবা আমি চাই, বারে বারে কেন আমি তোমার কাছে যাই।

Facebook
Twitter
More Quotes
যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে। অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে। মেঘেরই পালকিতে উড়ে উড়ে, পাখিরা যায় বহু দূরে। আকাশটা থাকে পেছনে, স্বপ্নের নীল ভুবনে!! হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।
যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে।
তোমায় পেলে আমি জোছনা দেখা ছেড়ে দেব, কারণ প্রতি রাতে আমার ঘর আলোকিত করে রাখা চাঁদ দেখার পর আমার আর নতুন করে জোছনা দেখার সাধ জাগবে না!
গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
কি করে বোঝাবো তোমায় আমি ভালোবাসি। দেখে আমার বোঝো না কি, মিষ্টি মধুর হাসি
প্রেমে আছে কত মজা বলো দেখি তুমি। কেউ কোথাও নেই আজ, শুধু তুমি আমি…
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে। কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।
ভালবাসা মানে আবেগের পাগলামি,, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।