More Quotes by Imtiaz Mahmud
মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো, দুটি কূল ঠিকই আছে, ভাঙা শুধু সাঁকো।
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো, যারা জেগে আছে, ভালো নেই তারা।
আমি বললাম পানি, তুমি বললা জল, কার রক্তে কার যে হলো চক্ষু টলমল!
খারাপ মানুষদের প্রায় প্রত্যেককে আমি এড়িয়ে চলি, শুধু নিজেকে এড়াতে পারি না।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।
পাতার ওড়ার সাধ, মরার পরে মেটে।
আমি তারে বলিনি, বিদায়, পাখি তবু নিজে উড়ে গেল, আজ আকাশও যায় যায়!
ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়, যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।