#Quote
More Quotes
ভাব বিলাসী অপরুপ সে দুরন্ত, বাঁধনহারা মন সদা তার উড়ন্ত।
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
আজকে মহাসাগরের স্রোতে চলেছি যে দূরের পথে, ঝরা পাতা হারায় যথা মন আঁধারে ভাসাতে।
এক বালিশ ঘুম জমে আছে চোখে মেঘের গালে টোল, নীরবতা যত জটিল হয়, কথা আজও সহজ সরল।
আমার প্রিয়তমা সে যেন এক রঙিন প্রজাপতি, কখনো তার ফুলের দিকে মতি- তো কখনো ভুলের দিকে গতি।
তোমার মুখের রূপ আমি কত শত শতাব্দী দেখিনি, হারিয়ে যাওয়া ভালোবাসা ও আর খুঁজিনি।
তারে জ্ঞান বিলাসী ডাকে না তাই গায়ের চাষী ডাকে, তৃষার জলের পাত্র-সম জ্ঞান জড়িয়ে ধরে তাকে।
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারে সোনার ধানে গিয়েছে ভরি।
তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পী রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
স্বপনে পাইয়া তোমায় স্বপনে হারাই বারে বারে, হলে না প্রদীপ, আসনি গো তুমি আমার ভাঙ্গা ঘরে।