#Quote

রুপে রুপে অপরূপা খুঁজেছি তোমায়, পবন এর যবনিকা যত করি ভুল, তত যেন বেড়ে যায়।

Facebook
Twitter
More Quotes
উদ্বেলিত হৃদয়ে মোর অনন্ত যৌবন ক্ষুধা, উদগ্র কামনা- তবুও যে পরেছি শৃঙ্খল একাকীর আরাধনা।
আমার প্রিয়তমা সে যেন এক রঙিন প্রজাপতি, কখনো তার ফুলের দিকে মতি- তো কখনো ভুলের দিকে গতি।
মরণকে যে ভয় করে না জ্ঞানের সভায় বয়, ভাবের সাথে ভাব করে সে অভাব করে জয়।
আজকে মহাসাগরের স্রোতে চলেছি যে দূরের পথে, ঝরা পাতা হারায় যথা মন আঁধারে ভাসাতে।
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি, সাইক্লোন আমি ধ্বংস।
স্বপনে পাইয়া তোমায় স্বপনে হারাই বারে বারে, হলে না প্রদীপ, আসনি গো তুমি আমার ভাঙ্গা ঘরে।
চোখে তার যেন শত তারার নীল অন্ধকার, তবুও তার ঘরে চাঁদের আলো আমার ঘরে আধার।
শরৎ সেজেছে কাশফুলে থরে বিথরে বালুচরে! সাদা মেঘের শতদল উড়ছে অপরূপা নীলাম্বরে!
তোমার মুখের রূপ আমি কত শত শতাব্দী দেখিনি, হারিয়ে যাওয়া ভালোবাসা ও আর খুঁজিনি।