#Quote
More Quotes
রুপে রুপে অপরূপা খুঁজেছি তোমায়, পবন এর যবনিকা যত করি ভুল, তত যেন বেড়ে যায়।
উদ্বেলিত হৃদয়ে মোর অনন্ত যৌবন ক্ষুধা, উদগ্র কামনা- তবুও যে পরেছি শৃঙ্খল একাকীর আরাধনা।
ভাব বিলাসী অপরুপ সে দুরন্ত, বাঁধনহারা মন সদা তার উড়ন্ত।
হে আমার মানুষ- রঙ্গিনী, তুমি যেন অনন্ত যৌবনা, চিরন্তন কামনার সঙ্গিনী।
আর কতকাল ভিন্ন বন্দরে করবে নোঙ্গর তোমার মনের তরী, এবার তো ভিড়াও আপন বন্দরে আমি অধম খালাশী।
চোখে তার যেন শত তারার নীল অন্ধকার, তবুও তার ঘরে চাঁদের আলো আমার ঘরে আধার।
ঠাই নাই,ঠাই নাই,ছােটো এ তরী,আমারি সােনার ধানে গিয়াছে ভরি।
গুঞ্জরে সে মৌ মক্ষীর গুঞ্জনে, সে ফুলের সাথে ফোটে- ঝরে পরাগ হয়ে অঙ্গনে।
তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পী রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
মরণকে যে ভয় করে না জ্ঞানের সভায় বয়, ভাবের সাথে ভাব করে সে অভাব করে জয়।