#Quote

হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই. হাজার জনম চাইনা আমি একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।

Facebook
Twitter
More Quotes
চাঁদের নিজের কোনো আলো নেই, কিন্তু সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তেমনি, মানুষেরও নিজস্ব কোনো কষ্ট নেই, অন্য একজন এসে কষ্টটা দিয়ে যায়।
চাঁদের আলো পাহাড়ের নিচে অদৃশ্য হয়ে যায় পাহাড় কুয়াশায় বিলীন হয়ে যায় আর আমি কবিতায় হারিয়ে যাই।
আকাশের জন্য-নীলিমা, চাঁদের জন্য-পূর্নিমা,পাহাড়ের জন্য-ঝর্না,নদীর জন্য-মোহনা,আর তোমাদের জন্য-রইলো “শুভ কামনা
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। - কাজী নজরুল ইসলাম
চাঁদের জোছনার আলোতে তোমার মুখখানা দেখবার শখ আমার আজীবনের। বড্ড ইচ্ছে করে সৌন্দর্য্যের দুই দেবীকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা বিদ্বেষ বাঁধিয়ে দেই।
যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো, ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন, ঈদ মোবারক।
তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ না ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
পাহাড়ের মাঝে ঝরনার বসবাস , অগনিত তারার মাঝে চাঁদের বসবাস, মানুষের দেহের মাঝে আত্মার বসবাস ,আমার মনের মাঝে তোমার বসবাস
ওই তারা ভরা সাঁঝের আকাশে, যখন আসবে তুমি চাঁদ উঠবে হেঁসে নিয়ে ফুলের সুভাষ বয়ে যাবে বাতাস মনে আসবে খুশি পদতলে থাকবে নরম ঘাস।
চাঁদের মতো সোনার মুখ ধরো, অপরূপ হৈয়া হরি, প্রকৃতি করিয়া সেই বিধি দিয়া রাখো আমি যোগী তোরি - রবীন্দ্রনাথ ঠাকুর