#Quote

আল্লাহ বান্দা সবাই সমান, ধনী গরীব সমাজের তৈরি।

Facebook
Twitter
More Quotes
জান্নাতের নেটওয়ার্কহল ”ইসলাম” সিম হল”ঈমান” বোনাস হল ”রমযান” রিচার্জ হল ”নামাজ” আর হেলপ লাইনহল ”কোরআন”।
لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। (সূরা আজ-জুমার:৫৩)
জীবনের কঠিন সময়গুলোতে, আল্লাহর কাছে পৌঁছানো সবচেয়ে সহজ পথ।
আজকের দিনটি আমার জীবনে সবথেকে বেশি বেদনাদায়ক। আমার বাবার মৃত্যু বার্ষিকী, যে মানুষটি আমার জীবনের প্রথম শিক্ষক, প্রথম প্রেরণা। তাঁর স্নেহ, তাঁর নির্দেশনা, এবং তাঁর অমূল্য উপদেশ সবসময় আমাকে সঠিক পথে নিয়ে গেছে। আজ তাঁর অভাব আমাকে গভীরভাবে বেদনায় ভরিয়ে দেয়। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরেকটি নতুন সকাল দেখালেন। সবাইকে শুভ সকাল। আল্লাহর নামে সবার দিন ভালো কাটুক।
পৃথিবিটা আল্লাহর রহমতে ঘেরা, হলো আফসোস, দুনিয়ার মানুষগুলো সবাই, অহঙ্কারে, সেরা
ঈদ মোবারক! আল্লাহ আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা প্রদান করুন।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার জন্য যথেষ্ট হন। -(সহীহ বুখারি)
জীবনের সুখটা সবার সাথে উপভোগ করা যায়। আর সবাই তখন পাশেও থাকে। আর দুঃখটা কারো সাথে ভাগ করা যায় না। আর কেউ তখন পাশে থাকে না
যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের একই সাথে ভালবাসবে সে আসলে মিথ্যা কথা বলে ।ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি