#Quote

বিকেলের পড়ন্ত রোদ্দুরে বাড়ি ফেরা পথ ধরে কেউ একজন আসবে ভেবেই জানালায় বসে কেটেছে প্রহর এলো না সে।

Facebook
Twitter
More Quotes
গোধূলীকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাই তো বারেবার তারই কাছে ফিরে আসি।
28. অগোছালো এক গোধূলী আকাশ, পড়ন্ত বিকেল, ক্লান্ত মন, সমুদ্র সমান বিষণ্ণতা চোখে, আর কিছু স্মৃতি খুব গোপন।
দিনের হাজারো মুহূর্ত পার হয়ে গোধূলি সন্ধ্যা যেন এক অপূর্ব রূপ নিয়ে ফেরে। যেখানে থাকে হাজারো প্রেমে পড়ার আহ্বান।
এগিয়ে যায় মুহূর্তেরা আর আবছা হয় পরিচিত মুখ- পিছু ডেকে যায় বারে বারে মন কেমন করা বিকেলগুলো কবিতায় জেগে থাকে গভীর অসুখ।
গোধূলী তোমাকে দেখার জন্য মনটা বড্ড ডাকে,গোধূলী তোমার ছবিটা কে যেন বুকের মধ্যে আঁকে
বিকেলের পড়ন্ত রোদ্দুরে বাড়ি ফেরা পথ ধরে কেউ একজন আসবে ভেবেই জানালায় বসে কেটেছে প্রহর এলো না সে
অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে। - উইলিয়াম ফল্কনার
তাহলে কি এক প্রহর ও যথেষ্ঠ নয়? নাহ। তোমাকে দেখার তৃষ্ণা যে অনন্ত কালের।
আমি পাতা জুড়ে শুধু লিখি গোধূলী বেলার মনোরম দৃশ্যগুলীর বর্ণনা।
গোধূলীকে ভালোবাসি, খুব ভালোবাসি,তাই তো বারেবার তারই কাছে ফিরে আসি।