#Quote

পুরনো আবরণ ছেড়ে বৃক্ষ যেমন নতুন সজীবতায় জেগে ওঠে এই বসন্তে। আমিও তোমাতে সেজে উঠতে চাই।

Facebook
Twitter
More Quotes
তুমি এসে সাজাবে বলে অগোছালো রই..!!নতুন বসন্ত এলো ঠিকই কিন্তু তুমি এলে কই!
গাছে গাছে নতুন পাতা ফুটতেছে বেশ, সব পাখির মন খারাপ তাই শীত হলো শেষ। নতুন রুপে নতুন সাজে নিভাবে মনের আগুন, তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাল্গুন।
বৃক্ষ যেমন শিকড় গভীর করে মাটি ধরে থাকে, তেমনি মানুষকেও মূল্যবোধকে জীবনে ধারণ করতে হবে!
ফাল্গুনী হাওয়ায় বসন্ত মাতোয়ারা হয়ে ওঠে। আমিও তোমাকে দেখলেই সেরকম পাগলাটে হয়ে উঠি। থামাও আমায়।
বসন্ত আমাকে আর এই বাড়িতে থাকতে দিবে না, আমাকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে এবং আবার বাতাসে গভীরভাবে - নিতে হবে । — গুস্তাভ মাহলার
সব গাছেরা বৃক্ষ হলেই জেতে, তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে।
বসন্তের বড় সুবিধে, ছবিতে ফিল্টার মারতে হয়না, অটো ফিল্টার পাওয়া যায়।
বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কূহরে মুহু মুহু কুহু কুহু তানে। — কাজী নজরুল ইসলাম
বসন্তের প্রকৃতির মতই তোমার ভালবাসায় মায়ার চাদরে আমাকে জড়িয়ে নাও। শীতের শুষ্কতার ধাক্কায় আমাকে দূরে ঠেলে দিও না।
নবীন পাতায় ছেয়ে গেছে গাছ, রঙিন পোশাকে সেজেছে প্রকৃতি।