#Quote
More Quotes
রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।— আল হাদিস
ভাই, এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন? কেন এত তাড়া ছিল? আপনার অনুপস্থিতিতে আমরা কেউই স্বাভাবিক নেই। মহান আল্লাহ যেন আপনার সব গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার নয়, এটা জান্নাতের দিকেও একসাথে পথচলার নাম। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ককে বরকতপূর্ণ রাখেন।
তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়—হযরত আলী রাঃ
Successful তো সেদিন হবো যেদিন পুলসিরাত পার হয়ে – জান্নাতে প্রবেশ করব।
আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো, তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী । — মিশকাত
এই বিশেষ দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি তোমার জন্য জান্নাতের পথ সুগম করেন এবং তোমাকে জীবনে সত্যিকার সফলতায় পৌঁছাতে সাহায্য করেন। জন্মদিন মোবারক!
Successful তো সেই দিন হবো যেদিন ‘পুলসিরাত’ পাড় করে ‘জান্নাতে’ যাবো।
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় - আল হাদিস
যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।