#Quote
More Quotes
আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া,আরো একটি বছর তোমায় পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন। যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার এবাদত করার তৌফিক দান করুক,আমিন
তোমরা ধৈর্য ও নামাজের (প্রার্থনার) মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কর—আল-কোরআন
শুভ জন্মদিন আমার দ্বিতীয় মা, আকজকের এই দিনে তুমি পৃথিবীতে এসে আমাদের ঘরকে যেই ভাবে আলোকিত করেছ, দোয়া করি আল্লাহ যেনো তোমার জীবন ও টিক সেভাবে আলোকিত করে রাখেন।
যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও।
ছেলে সন্তান আল্লাহর অমূল্য দান, তার জন্য প্রতিদিন আমরা কৃতজ্ঞ।
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
আজকের দিনটি আমার জীবনে সবথেকে বেশি বেদনাদায়ক। আমার বাবার মৃত্যু বার্ষিকী, যে মানুষটি আমার জীবনের প্রথম শিক্ষক, প্রথম প্রেরণা। তাঁর স্নেহ, তাঁর নির্দেশনা, এবং তাঁর অমূল্য উপদেশ সবসময় আমাকে সঠিক পথে নিয়ে গেছে। আজ তাঁর অভাব আমাকে গভীরভাবে বেদনায় ভরিয়ে দেয়। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
হে আল্লাহ, এই দুনিয়ার যত বান্দা-বান্দী আছেন সবাইকে আপনার পথে চলার তৌফিক দান করুন এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাদের ক্ষমা করুন।
একটি কাপকেক, ভাঙাতে পারে সকল অভিমান! তাই কেউ আপনার উপর কোনও কারণে অভিমান করে থাকলে তাকে কাপকেক এনে খুশি করে দিন।
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে।..!! (সূরা আল-মায়িদাহ:৫৪)