তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে। - কে. জি. মুস্তফা
কত যে আশায় তোমারে আমি জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী আকুল ভ্রমরা বলে সে কথা বকুলের কানে কানে। - কে. জি. মুস্তফা