#Quote
More Quotes
এলো যে বরষা, প্রকৃতি আজ পেলো প্রাণ, চারিদিকে দেখ ভরে উঠেছে কদমেরই প্রাণ ম্রিয়মান।
তোমায় বারাবার দেখতে চাই, তোমার ওই খোপায় গোঁজা কদম ফুলের ম্রিয়মান গন্ধে হারিয়ে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই।
এই ঝরা বৃষ্টিতে, কদম তলায় দাঁড়িয়ে চলো আজ ভিজবো বৃষ্টি দু’জন।
কদম ফুলকে পায়ের তলায় দলো না। কারও কারও কাছে তো এটি স্বর্গ থেকে কম কিছু নয়।
আজ হলুদ পাঞ্জাবির বিরহে ফুটেও ঝরে গেছে কদমের ফুল পড়ে আছে শুধু খালি পায়ের চিহ্ন থেমেছে বৃষ্টি, রপালি জোছনা, আবহে।
কদম ফুলকে পায়ের তলায় দলো না।কারও কারও কাছে তো এটি স্বর্গ থেকে কম কিছু নয়।
কদম ফুলের পাপড়ির মতো সাদাসিধে থাকুক মন কদম ফুলের সুবাসে মিশে থাকে বৃষ্টির প্রথম প্রেম।
বর্ষার বৃষ্টিস্নাত এই রাতে,একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে আমি তোমারই অপেক্ষায়!কখন যে আসবে তুমি?
বর্ষার বৃষ্টিস্নাত এই রাতে, একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে আমি তোমারই অপেক্ষায়! কখন যে আসবে তুমি?
আজি ঝর ঝর মুখর বাদল দিনে, কদমের সুরভে মোহিত আপন মন। ডুবে আছি তার সুঘ্রাণে।