#Quote
More Quotes
যা কিছু পেয়েছি, আর যা কিছু পাইনি উভয়ের জন্যই বলি আলহামদুলিল্লাহ I
যে ব্যক্তি সালাতে দাঁড়াইয়া এইদিক ঐদিক তাকায়, আল্লাহ তায়ালা তাহার নামাজকে উল্টা দিকে ঠেলিয়া দেন। অর্থাৎ এ ধরনের সালাত আল্লাহ তায়ালা কবুল করেন না। - আল হাদীস
শুধু স্মৃতিই রয়ে গেল আমার ভাগ্যে! হয়তো এটাই ভালোবাসার চূড়ান্ত পরিণতি।
যে আল্লাহর উপর নির্ভর করে, তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। – হাসান বসরী (রহ.)
আমরা আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ তোমার মতো একটা নেক কন্যা সন্তান আমাদের দান করেছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও আমার ছোট মামনী।
যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে।
যে স্ত্রী তার স্বামীকে ফজরের সালাত আদায় করার জন্য জাগিয়ে তুলে। মসজিদে পাঠায় সেই স্ত্রী উত্তম। সেই স্ত্রীর প্রতি আল্লাহর রহমত নাযিল হয়।(বুখারী শরীফ)
শবে বরাত” – পুনর্মিলনের রাত। আল্লাহর সাথে পুনর্মিলনের জন্য প্রার্থনা করুন।
যে ব্যক্তি আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তা’আলা তাঁর কোনো ইচ্ছা অপূর্ন রাখেন না।,, হযরত ওমর র:
হতাশা আমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহর রহমত থেকে হতাশ না হতে আমাদের কে হুকুম করা হয়েছে।