More Quotes
প্রতিরাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ বলেন- কে আমাকে ডাকে! আমি সাড়া দিব যা চাইবে তাই দিব। – বুখারি-১১৪৫
মোবাইলের সাথে রিলেশন হওয়ার পর টিভির সাথে ব্রেকআপ করে দিয়েছি, কারণ দুই নৌকায় পা রাখার স্বভাব আমার নেই।
মুসলিম আমার নাম ! কুরআন আমার জান ! নামাজ আমার গাড়ি ! জান্নাত আমার বাড়ী ! আল্লাহ্ আমার রব ! নবী আমার সব ! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম
মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে ।
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় । — বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
আমি কি কখনো রিলেশন করেছি কাউকে ঠকিয়েছি তাও একদল লোক বলবে আমি প্রেম করি।
মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তূ জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।
যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন । — সহিঃ মুসলিম ২১৬৫
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । — হযরত আলী (রাঃ)