#Quote
More Quotes
যাহার বাটীতে যাইতেছি, তাহার সহিত আমার কথনও চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি ; সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে। কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেন না বঙ্গবাসীমাত্রই সজ্জন; বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শুনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লােভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভাল কাপড়, ভাল জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা! যাহাদের প্রতিবাসী নাই, তাহাদের ক্রোধ নাই। তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসি-পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রমপার্শ্বে প্রতিবাসী বসাও, তিন দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গােরু আসিয়া কমণ্ডলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষি-পত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি মাজিষ্ট্রেটীর দরখাস্ত করিতে হইবে।
তোমার পরিস্থিতির জন্য অন্যকে দোষ দেওয়া সহজ কিন্তু তোমার নিজের অতীত অনুসন্ধান করা এবং তোমার ক্রটিগুলি, কী কারণে ঘটেছে তা খুঁজে বার করা আরও অনেক ফলদায়ক।
কোন নারী যখন নীল শাড়ি পড়ে তখন পুরো বিশ্ব তার অনুগ্রহের প্রশংসা করতে থাকে
কবিদের মত চোখের প্রশংসা আমাকে দিয়ে হবে না। শুধু বলতে পারি এই চোখে আছে এমন কিছু যা শেষ করে দিয়েছে আমার সব।
যদি তুমি বাতাসের কাছে তোমার গোপনীয়তা প্রকাশ করো আর সেটা যদি বাতাস গাছকে বলে, তখন বাতাসকে দোষ দেওয়া উচিত নয়।
অন্যের দোষ দেখাতে গিয়ে নিজের ভালো গুণও হারিয়ে ফেলে মানুষ।
উচ্চতর মানুষ নিজেকে দোষ দেয় কিন্তু নিকৃষ্ট মানুষ অন্যকে দোষ দেয়!
আর সব দোষ কি মিথ্যেবাদীর? যে সত্য মিথ্যে আলাদা করতে পারে না, তারও দোষ কম কিসে?
ছাগল-মুরগিতে দোষ নেই‚ যত দোষ গরু খেলে - মমতা বন্দ্যোপাধ্যায়
যার জীবনে আলো নেই, সে সবসময় অন্যের ছায়া নিয়ে ব্যস্ত থাকে।