#Quote

শরৎ সেজেছে কাশফুলে থরে বিথরে বালুচরে সাদা মেঘের শতদল উড়ছে অপরুপা নিলাম্বরে।

Facebook
Twitter
More Quotes
শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে।
কাশফুল কে ভালোবেসে একবার কাছে টেনে নাও। দেখবে তোমার সব দুঃখ-কষ্ট এক নিমেষেই পুড়ে ছাই।
শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে_ কাশবনের ওই আড়াল থেকে নাচসে দুলে দুলে।
আমি তোমাকে নিয়ে যেতে চাই সবচেয়ে সৌন্দর্য মন্ডিত জায়গায় যেখানে তুমি চোখ খুলে দেখতে পারবে কাশবন।
নদীকে অপরূপ সৌন্দর্য সৌন্দর্য মন্ডিত করতে কাশফুল যেন গহনা স্বরূপ হিসেবে আসে। গহনা যেমন মেয়ে মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে ঠিক তেমনি নদীর পাড়ের সৌন্দর্য ফুটিয়ে তোলে কাশফুল।
কাশ ফুলের উল্লাসী তুলির ছোঁয়ায়..! রবীন্দ্রনাথের কাব্যিক চয়নে।
শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি! লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।
কাশফুলে প্রেম আছে, আছে নিঃসঙ্গতার ছায়া যেমন করে কিছু মানুষ হাসে, ভেতরে অসীম কষ্ট নিয়ে।
কাশফুল প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার ।
দিন বদলায়,, আঁধার নামে,, কাশফুলে ভরে গগনডালা! ছবি পাল্টায়,, বাণীও থামে,, সত্যি ফুলে গাঁথা মিথ্যেমালা!