#Quote
More Quotes
মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই। যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর। — পবিত্র জুমা মোবারক
জান্নাতের নেটওয়ার্ক হলো “আল ইসলাম” সিম কার্ড হলো “ঈমান” বোনাস হলো “রমযান” রিচার্জ হলো “নামাজ” আর আমাদের হেল্পলাইন হল “আল কোরআন”
নামাজের মত এমন মধুর আর শান্তির কাজ দুনিয়াতে নেই ।
যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন। — জুম্মার দিনের শুভেচ্ছা
সবাইকে জানাচ্ছি শুভ জুম্মা মোবারক। আল্লাহ সবাইকে জুম্মার নামাজ পড়ার তৌফিক দান করুক।
ডেঙ্গুকে কে নয় এই ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন! -- জুম্মা মোবারক
সামনে আসছে রোজা হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।
চোখে ঘুম নেই? উঠে নামাজ পড়ো। মনে শান্তি নেই? উঠে নামাজ পড়ো। একমাত্র নামাজ ই তোমার অন্তরকে প্রশান্তি দিতে পারবে। — জুম্মা মোবারক
আল্লাহ তা’লা যেন সবার মনের আশা কবুল করে নেয়। আমিন। — জুম্মা মোবারক
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন। -হযরত মুহাম্মদ (সাঃ) — জুম্মার দিনের শুভেচ্ছা