#Quote
More Quotes
আলহামদুলিল্লাহ! জুমার দিন মানেই নতুন আশার আলো… আসুন, আজ অন্তর থেকে তওবা করি। জুম্মা মোবারক ।
মানসিক শান্তির প্রসঙ্গ আসলে, পাঁচ ওয়াক্ত নামাজই যথেষ্ট…আলহামদুলিল্লাহ।
ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম! আলহামদুলিল্লাহ
সে সব সময় বলতো আমাকে মোনাজাতে চায়, কিন্তু পরে দেখলাম সে নামাজই পড়ে না।
শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো, এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। -- জুম্মা মোবারক
যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন। — জুম্মার দিনের শুভেচ্ছা
ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম! আলহামদুলিল্লাহ।
জুম্মার দিনে একটি দোয়া কবুল হয়। আসুন, আমরা সবাই এই সুযোগ কাজে লাগাই এবং আল্লাহর কাছে নিজের ও সবার জন্য কল্যাণ কামনা করি। জুম্মা মোবারক!
আল্লাহ আমাদের সবাইকে পরবর্তী শুক্রবারের, জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
আজ বিছানা ছেড়ে যদি নামাজে দাড়াও,-কাল কবর তোমার জন্য বিছানা হয়ে যাবে ইনশাআল্লাহ!