এখানে দুপুর হলে রোদ নামে জলে এখানে মাছের সাথে— নদী কথা বলে।
এখনো ঠিক একলা একা শূন্যতাটাই আঁকি, তোমার সাথে হাঁটবো বলে– পথ জমিয়ে রাখি। - সালমান হাবীব
জীবন একটি জলজ নদীর নাম, আপনি আমি— নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা দুটি ডিঙি নাও। - সালমান হাবীব