#Quote

হেমন্তের সকালে মিশে থাকে নরম ধূসর আলোর ঝর্ণা।

Facebook
Twitter
Join Telegram
More Quotes
পাহাড় ও যেখানে ঝর্ণাকে লুকিয়ে রাখতে পারে না। আমি কিভাবে আমার অশ্রুজল লুকিয়ে রাখি?
মানুষের প্রকৃতি কালো এবং সাদা নয় বরং কালো এবং ধূসর। — গ্রাহাম গ্রিন।
পাহাড়েরও মন ভাঙ্গে, কান্নাগুলো নেমে আসে ঝর্ণায়। - সংগৃহীত
আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান
হেমন্তের সাথে আসছে জানা অজানা কতো সুবর্ণ ধূসর পাখি।
পৃথিবী সাজানো হলো হেমন্তের রঙিন শহরের মতো আমি যেন এর রূপে একেবারে মাতোয়ারা হয়ে ঘুরে বেড়াই।
জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি ! দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি| অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমেবন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! - রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে, প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ।
ঝর্ণার ঝমঝম শব্দে,মন যেন হারিয়ে যায় অজানা এক স্বপ্নলোকে।