#Quote

চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক– গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি– খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা উৎসর্জন করি।

Facebook
Twitter
More Quotes
পহেলা বৈশাখের মন ভরা শুভেচ্ছা ছন্দ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি এই ছন্দ গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। সেইসাথে ছন্দ গুলো আত্মীয়স্বজনকে শুভেচ্ছা জানাতে কাজে লাগবে।
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো - শুভ নভবর্ষ
আবির মেখে চোখে চোখে মনের কথা এসেছে বলতে, নতুন সাজে সবার ঘরে এসেছে বৈশাখ। শুভ পহেলা বৈশাখ ।
ওই বসন্তের কোকিলের ডাক যেন আজ ফিরে এসেছে এই বৈশাখে, বর্ষার আগমনে সাদা কাশফুলের আগমন আর তোমার সেই ব্যাকুল হাসির ঠোঁট যেন প্রকৃতির মাঝে মিশে গেছে। শুভ নববর্ষ প্রিয়।
তার পরে ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব– ভগ্ন করো পাখা। যেখানে নিক্ষেপ কর হৃত পত্র, চ্যুত পুষ্পদল, ছিন্নভিন্ন শাখা, ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্যুতার লুণ্ঠনাবশেষ, সেথা মোরে ফেলে দিয়ো অনন্ততমিস্র সেই বিস্মৃতির দেশ।
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে। হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥
বছর ঘুরে এলোরে বৈশাখ, তাইতো আনন্দে মেতে উঠে আজ।
এই পহেলা বৈশাখে সাদা শাড়িতে, লাল গোলাপে মানিয়েছে বেশ ভালোই, চলো এবার ঘুরে বেড়াই মেলাতে গিয়ে।
ধূসরপাংশুল মাঠ, ধেনুগণ যায় ঊর্ধ্বমুখে, ছুটে চলে চাষি। ত্বরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরী যত তীরপ্রান্তে আসি। পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস রাঙাইছে আঁখি-- বিদ্যুৎ-বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি।।
আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহা রবে ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে ।