#Quote

হঠাৎ পশ্চিমে মেঘ, ধীরে ধীরে বদলায় দক্ষিণা হাওয়ার গতিবেগ । কালো হয়ে আসে চারিদিক, রাখাল নিয়ে ফেরে গোরুর দল, আর ক্ষণে ক্ষণে তাকায় পেছন দিক ৷ দূর আকাশে উঁচু কণ্ঠে শোনা যায় মেঘের ডাক, মাঠ পেরিয়ে বাড়ির পথে রওনা দেয় চাষির দল । হাওয়ার বেগ বাড়ে শুরু হয় বৃষ্টি, আর আমি জানালার সামনে দর্শক হয়ে বসে দেখি ৷

Facebook
Twitter
More Quotes
বৃষ্টির দিন এবং একটা চায়ের কাপ এই দুই মিলে মনে হয় নতুন এক জীবনের সূচনা।
ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।
তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি, একদিন এসে তোমার আঁচল পেতে দিও, তুলোর মত মেঘ বিলিয়ে দেব তোমায় কোলে।
সেদিন বৃষ্টি ছিলোনা, ছিলোনা মেঘ আকাশে! প্রথম দেখেছিলাম তোমায়…. শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।
অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
বৃষ্টির ফোঁটাগুলি রং বেরঙের মতো পড়ে মনে প্রশান্তিদায়ক সুর বাজায়।
বৃষ্টির পানি জাদুর মত কাজ করে যা পৃথিবীকে পরিষ্কার করে এবং আত্মাকে নিরাময় করে।
তুমি মেঘ আমি বৃষ্টি***তোমার জন্য আমার সৃষ্টি।
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়! ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও।
মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে..রংধনু হয়ে আবার হাসে, আমার দুঃখ গুলো আমায় নিয়ে..সে মেঘের ভেলায় চড়ে ভাসে।