#Quote

তুমি জানোনা লাল শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগে। সুন্দরও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়। ‌ লাল শাড়িতে তোমাকে অনেকটা ভয়ঙ্কর সুন্দর লাগে।

Facebook
Twitter
More Quotes
কলিযুগ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর যুগ, আর এই যুগ আমরা ধীরে ধীরে কাটিয়ে নিচ্ছি।
আমিও রারি(বিধবা) হইলাম - রঙ বিরঙ্গের শাড়িও বাইর হইল -প্রবাদ
তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ। সপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি।
লাল শাড়িতে তুমিই বিজয়ী। তবুও আমি হাজার বার হেরে যেতে চাই একই ভাবে একই রূপে।
যদি আমি রেগে থাকি পরে এসো নীল শাড়ি খুব করে বকে দিব নেব না আর আড়ি
প্রেমিকা মানে এক চোখ কালো কাজল, নীল শাড়ি আর হাতভর্তি কাঁচের চুড়ি। শাড়ি ছাড়া প্রেমিকা মানায় না। — সংগৃহীত।
হৃদয় ভাঙার রং নাকি লাল।‌ তাহলে লাল শাড়ি পরেই না হয় ভাঙ্গা হৃদয়ে আবরন দিয়ে দিবো।
চিকন মেয়েরা শাড়ি পড়লে মনে হয় বাশেঁর সাথে জাতীয় পতাকাউড়তেছে
অদৃশ্য ক্ষত রক্তক্ষরণের ক্ষতের চেয়েও বেশি ভয়ঙ্কর।
লাল শাড়ি নিয়ে কত শত কবি কত কাব্য রচনা করেছিল। কে জানে হয়তো কোথাও প্রেমিকের চিঠিতে লাল শাড়ি পরার জন্য আকুতি ছিল।