#Quote

তুমি আমার জ্যোৎস্না রাতের চাঁদ তোমায় ভেবে কেটে যায়, আমার সারা রাত।

Facebook
Twitter
More Quotes
কোন এক শীতের রাতে তোমার সাথে আমার হয়েছিল দেখা সেখানে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম
রাতের আকাশে জানালা দিয়ে চাঁদ দেখা, এই এক নৈসর্গিক অভিজ্ঞতা; জীবনের সব চেয়ে মনোরম একটি মুহূর্ত।
রাতের রঙ কালো, জোসনা দেয় আলো। আকাশের রঙ নিল, তারা করে ঝিল মিল, গোলাপের রঙ লাল, আমার প্রিয় বন্ধুর সাথে বন্ধু থাকবে চিরকাল।
চাঁদের জোছনার আলোতে তোমার মুখখানা দেখবার শখ আমার আজীবনের। বড্ড ইচ্ছে করে সৌন্দর্য্যের দুই দেবীকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা বিদ্বেষ বাঁধিয়ে দেই।
রাত বাড়ার সাথে সাথে মন খারাপ, পাল্লা দিয়ে বৃদ্ধি পেতে থাকে।
অতীতের গহ্বরে নিমজ্জিত ফেলে আসা রাত, সময়ে অসময়ে মনের কিনারে বর্ষণ করে অভিসম্পাত।
চাঁদ শুধুই আলো নয়, সে এক নিঃশব্দ অপেক্ষার প্রতীক, যে প্রতিটি রাতেই ফিরে আসে, নিঃশব্দে ভালোবাসে।
রাতের সমুদ্র শোনায় গল্প, যেখানে ঢেউ আর তারারাও সঙ্গী হয়।
রাত গভীর হলে যখন কান্না চেপে রাখা যায় না, তখন সেই অশ্রুগুলো সেজদার ভিতরেই আল্লাহর কাছে পৌঁছে দাও।
এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি-গো আলো তার আসে নিভে তবু জেনে গেছি তুমি আছো কাছে।