#Quote
More Quotes
পলাশের আগুন ছেয়ে গেছে বনে বনে বসন্ত জেগেছে আজ হৃদয়ের কোণে।
বসন্ত মানেই প্রকৃতির রঙের ছোঁয়া, জীবনের নতুন শুরু! শিমুল-পলাশের আগুনরাঙা আভা, কোকিলের গান, আর দখিনা বাতাস মিলে যেন এক স্বপ্নের জগৎ তৈরি হয়। বসন্ত শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এটি হৃদয়েরও নবজাগরণ।
ঋতুরাজ বসন্ত এসেছে আবার, মনে করিয়ে দিতে তোমার আমার প্রথম দেখার কথা মনে করিয়ে দিতে ।
বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে । - কাজী নজরুল ইসলাম
বসন্তের প্রেমে পড়োনা তাহলে কিন্তু বসন্ত তোমাকে নিয়ে পালিয়ে যাবে।
এ মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাবে বলে, মৌচাকে তাই মৌমাছিরা মধুর মিলন করবে বলে।
মন উদাস করা বসন্ত নবজীবনের প্রতীক , মৌমাছি ,প্রজাপতির দল ফুলে ফুলে ঘুরে ঘুরে করে মধু সঞ্চয় ,বছর ঘুরে আবার এসেছো তুমি ,ঋতুরাজ তোমার এই তো আসল পরিচয়।
দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ পাগলপারা । বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসেপ্রজাপতি দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে। বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে, রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে।
বসন্তের বৃষ্টি এসো, ধুয়ে দাও আমার শরীরে শীতে জমা হাজার বছরের ধূলো
বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কূহরে মুহু মুহু কুহু কুহু তানে। — কাজী নজরুল ইসলাম